Breaking News

প্রেম করলে বাড়ে ওজন, বলছে গবেষণা!

ওজন বাড়ার স’ঙ্গে নাকি প্রেমের এক অদ্ভুত স’ম্পর্ক রয়েছে। প্রেম করলেই নাকি বাড়ে শ’রীরের ওজন। অস্ট্রেলিয়ার ‘সেন্ট্রাল কুইনসল্যান্ড ইউনিভারসিটি’-তে স’ম্প্রতি এমনই তথ্য দেয়া হয়েছে যে, প্রেমে পড়লে ওজন বাড়তেই পারে।

প্রায় এক দশক ধ’রে ১৫ হাজার অংশগ্রহণকারীর ওপর করা গবেষণার ফলাফলে এমনটা দেখেছেন গবেষকরা।ফলাফল অংশগ্রহণ করা নারী ও পুরুষের বডি ম্যাস ইন্ডেক্সের (বিএমআই) স’ঙ্গে তুলনা করে প্র’কাশ করা হয়।

একক বা দম্পতিদের নিজেদের পছন্দ মতো খাদ্যাভ্যাস এতে অন্তর্ভুক্ত করা হয়। প্রেমে পড়লে ওজন বাড়ার কয়েকটি কারণ জা’নিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আসুন জে’নে নিই কারণগুলো কী কী-

আ’ক’র্ষণীয় দেখানোর ইচ্ছা কমে যায়: গবেষকরা প্রেমে পড়লে ওজন বাড়ার স’ঙ্গে স’ম্পর্কিত কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। যেমন সঙ্গী বা সঙ্গিনীকে চ’মক দেওয়া প্রয়োজন প’ড়ে না বলে ওজন বাড়ে।

এটা খুবই যুক্তিসঙ্গত কারণ যখন কেউ তার সঙ্গী খুঁজে পায় তখন সে নিজেকে ভালো দেখাতে হবে এমন কোনো চা’পের মধ্যে থাকে না। আর এই অজা’না কারণেই ওজন বাড়তে পারে।

ঘরে বেশিরভাগ সময় কাটানো: প্রেমিক দম্পতিরা ঘরেই সুন্দর সময় কাটাতে পছন্দ করেন- এ নিয়ে কোনো দ্বিমত নেই। তারা ব্যায়ামাগার বা শ’রীরচর্চার বদলে একে অপরের স’ঙ্গে আরাম করে সময় কাটাতে বেশি আনন্দ পান।

বেশি অবসর সময় কাটানো ওজন বাড়ার অন্যতম কারণ।সঙ্গীর অস্বা’স্থ্যকর অভ্যাস: অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে, একজনের ওজন কমানোর অনিচ্ছা বা স্বা’স্থ্যকর জীবন অন্যজনের উপর প্র’ভাব রাখে।

একে বলা হয় ‘তরঙ্গ প্র’ভাব’, মূলত এ কারণেই একক ব্য’ক্তিদের তুলনায় দম্পতিদের বিএমআই বৃ’দ্ধি পায়।এছাড়াও দায়ী যখন হরমোন: প্রেমে পড়লে শ’রীরে ‘হ্যাপি হরমোন’র সৃষ্টি হয় যেমন-অক্সিটোসিন ও ডোপামিন। এই হরমোনগুলো চকোলেট, ক্যালোরিবহুল খাবারের চা’হিদা বৃ’দ্ধি করে, ফলাফল ওজন বৃ’দ্ধি।

Check Also

যে সময়ের ঘুমে শিশু হবে মেধাবী

আপনার শি’শু যদি দুপুরের পরে ঘুমায় সেটা খুবই ভালো অভ্যাস। তাকে ভালোভাবেই ঘুমাতে দিন।দুপুরের পরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *